উত্তরদিনাজপুর

উত্তর দিনাজপুর জেলার ইটাহার এলাকায় দিনে দুপুরে, ব্যাঙ্কের সামনে থেকে মোটর বাইক নিয়ে চম্পট দিল চোর

ব্যাঙ্কের সামনে থেকে দিনে দুপুরে মোটর বাইক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার চৌরঙ্গি মোড় এলাকায়। এদিন ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজে চুরির দৃশ্য সংগ্রহ করে ঘটনায় ইটাহার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বাইকের মালিক জাকির হোসেন।

জানা গিয়েছে, শনিবার বিকালে ইটাহারের চৌরঙ্গি মোড় এলাকায় স্টেট ব্যাঙ্কের সামনে বাইক রেখে ব্যাঙ্কে ঢুকেছিল জাকির হোসেন নামে এক ব্যক্তি। ফিরে এসে দেখেন তার বাইক নেই। এরপর এদিন ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজে থাকা চুরির দৃশ্য সংগ্রহ করে পুলিশের কাছে অভিযোগ জানান বাইক মালিক। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে ইটাহার থানার পুলিশ।

এই ঘটনা সম্পর্কে বলতে গিয়ে বাইকের মালিক জাকির হোসেন জানান, “ ব্যাঙ্কে এসে ছিলাম কাজে। ১৫-২০ মিনিট পর নিচে নেমে দেখি আমার গাড়ি নেই। খোঁজাখুঁজি শুরু করি। কিন্তু গাড়ি পাইনি। পরে স্থানীয় লোকেরা বলেন সিসিটিভি ফুটেজ দেখতে। সেটা সংগ্রহ করে দেখি, আমি ব্যাঙ্কে ঢোকার পর একটা লাল জামা পড়া ছেলে আমার বাইক এর পাশে ঘোরাঘুরি করতে করতে কিছুক্ষণ পর আমার বাইক নিয়ে দূর্গাপুরের দিকে চলে যায়।